স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের ইমাম বাড়ি বাজারে বুলবুল মিয়া (৫৫) নামে এক বৃদ্ধকে মারপিট করে টাকা লুটে নেয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বুলবুল মিয়া পুরানগাঁও গ্রামের সাবেক মেম্বার আরজু মিয়ার ছেলের কাছ থেকে এক একর জমি বন্ধক রাখতে টাকা নিয়ে বাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়। এ সময় পূর্ব থেকে উৎপেতে থাকা কতিপয় ব্যক্তি বুলবুল মিয়ার উপর অতর্কিত হামলা চালায়। বুলবুল মিয়ার অভিযোগ- হামলাকালে তাকে বেধড়ক মারপিটসহ তার সাথে থাকা টাকা লুটে নিয়েছে হামলাকারীরা। আহত বুলবুল মিয়াকে পথচারীরা উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ইমাম বাড়ি বাজার কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান- আহত বুলবুল মিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। ভুক্তভোগিকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com