বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ই আগস্টের সকল শহীদদের স্মরণে হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে দোয়া ও মিলাদ মাহফিল। বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলের পূর্বে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন এর উপ পরিচালক মোহাম্মদ মুনিরুজ্জামান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের খতিব মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী, বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা আলমগীর হোসাইন সাইফি।
সভাপতির বক্তব্যে আতাউর রহমান সেলিম বলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে স্বাধীন বাংলাদেশকে বিশ্বের বুকে সম্মানের আসনে তুলে ধরেছিলেন তেমনি আমাদের দেশের শিশুরা পবিত্র কুরআন তেলাওয়াত করে আমাদের দেশের সুনাম সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে। মেয়র বলেন পাঁচ বছরের জন্য আমি মেয়র পদে নির্বাচিত হয়েছি। ইতিমধ্যে আড়াই বছর অতিক্রান্ত হয়েছে। বাকী সময়টুকু যাতে জনগণের সেবায় সফলতার সাথে দায়িত্ব পালন করতে পারি সেজন্য সকলের দোয়া কামনা করি। তিনি বঙ্গবন্ধু সহ ১৫ই আগস্টে শাহাদাৎ বরণকারী সকলের রুহের মাগফেরাত কামনা করেন। এর আগে পৌরসভার আয়োজনে মাদ্রাসার শিক্ষার্থীরা পবিত্র কুরআন পাঠ খতম করেন। দোয়া ও মিলাদ মাহফিলে মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পৌরবাসী তথা দেশবাসীর কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি