স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে জোরপূর্বক বেড়া দিয়ে একটি পরিবারের চলাচলের পথ বন্ধ করে দিয়েছে এক প্রভাবশালী। এতে নিরীহ পরিবারটি গৃহবন্দি হয়ে পড়েছেন।
জানা যায়, নিশ্চিন্তপুর গ্রামের হাজী আমির হোসেন ও তার চাচাত ভাই আব্দুর রউফ ও আজগর আলী দীর্ঘদিন একই বাড়িতে বসবাস করেছেন। পরবর্তীতে এই বাড়িতে ৩ ভাগে ভাগ ভাটোয়ারা হয়। আজগর আলী গংদের অংশ আমির হোসেন ও আব্দ্রু রউফের কাছে বিক্রি করেন। পরে ২টি অংশে বাড়িটি ভাগ হয়ে যায়। বাড়িটি ২টি অংশ ভাগ হলেও আমির হোসেন ও আব্দুর রউফের নির্ধারিত কোন রাস্তা না থাকায় বাড়ির উত্তর ও দক্ষিণ দিকে তারা চলাচল করতেন। কিন্তু ২০ দিন পূর্বে আমির হোসেনের বাড়ির চারদিকে জোরপূর্বক বেড়া দিয়ে দেন আব্দুর রউফ। এতে আমির হোসেনের পরিবারের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ায় আমির হোসেন তার পরিবার নিয়ে গৃহবন্দি অবস্থায় জীবন যাপন করছেন। এ অবস্থায় স্থানীয় ইউপি চেয়ারম্যান আহাদ মিয়াসহ স্থানীয় মুরুব্বীয়ান শালিসের মাধ্যমে বেড়া ভেঙ্গে দিলেও শালিস বৈঠক অমান্য করে আবারও আব্দুর রউফ বেড়া দিয়ে আমির হোসেনের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন। এতে আমির হোসেন তার পরিবার নিয়ে গৃহবন্দি অবস্থায় জীবন যাপন করছেন। এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন আমির হোসেন।