নুর উদ্দিন সুমন ॥ হবিগঞ্জে র্যাবের পৃথক অভিযানে ৩৮ কেজি গাঁজাসহ ৪ পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল র্যাব ৯ এর আভিযানিক দল। সোমবার দুপুরবেলা গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন- ৯ সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল চুনারুঘাট থানাধীন আহমদাবাদ ইউনিয়নের অন্তর্গত আমু চা বাগানের হাসপাতাল এর প্রধান গেইটের সামনে পাকা রাস্তার উপর থেকে ২৪ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারি- রাজেশ বারাইক (২৬) কে আটক করে। রাজেশ বারাইক নলুয়া চা বাগান এলাকার সুভাষ বারাইকের ছেলে। গতরাত সাড়ে ১১টায় চুনারুঘাট পৌরসভার ২নং ওয়ার্ডের বড়াইল এলাকা থেকে ৯ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারি চান্দপুর এলাকার লিমন (৩০) ও সাড়েরকুনা এলাকার সেলিম (৩০) কে আটক করে র্যাব। এর আগে রবিবার দিবাগত রাতে চুনারুঘাট থানাধীন গাজীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ওসমানপুর এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ মানিক ভান্ডার এলাকার মোঃ ফুল মিয়া (৩৮) কে আটক করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায় দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে আশে-পাশের বিভিন্ন জেলার মাদক ডিলারদের নিকট সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মো: আলী আশরাফ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com