৩৩৩ থেকে কল পেয়ে অভিযানে যান ইউএনও স্নিগ্ধা তালুকদার
স্টাফ রিপোর্টার ॥ ৩৩৩ এ কল করে প্রদানকৃত তথ্যের ভিত্তিতে, বাহুবল উপজেলার রামপুর চা বাগান এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার। গতকাল সোমবার বিকেলে অভিযানকালে তিনি নয়ন চাষা, পিতা সুদানন্দ চাষা, রামপুর চা বাগান, বাহুবল এবং সুজন চাষা, পিতা- চৈতন চাষা, রামপুর চা বাগান, বাহুবল নামের দুই ব্যক্তিকে মদ প্রস্তুতক্রমে সেবনের আয়োজনকালে তাদের হাতেনাতে আটক করেন। সাথে সাথে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের উভয়কে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১শ’ টাকা জরিমানা করেন। অভিযানে সহায়তায় ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর কর্মকর্তা।
পরে রামপুর চা বাগান এলাকায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com