স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে শিবিরকর্মী এক যুবককে বন্দুকসহ পুলিশে ধরিয়ে দেয়ার পর থানায় গিয়ে দেখা গেলো বন্দুক নয় এটি এয়ারগান। ঘটনাটি শায়েস্তাগঞ্জে আলোচনার ঝড় তুলেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ পৌর এলাকার সাবাসপুরের বাসিন্দা শিবিরকর্মী জুয়েল মিয়া (২৮) গতকাল সোমবার বিকেলে বন্দুক নিয়ে ওই এলাকার আশেপাশে পাখি শিকার করছিলেন। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে খবর দিয়ে তাকে পুলিশের কাছে তুলে দেয়। তাকে থানায় নিয়ে যাওয়ার পর পুলিশ দেখতে পায় এটি বন্দুক নয় পাখি শিকারের এয়ারগান। এদিকে তাকে ছাড়িয়ে আনতে বিভিন্ন শ্রেণির লোকজন থানায় ভিড় করেন।
শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় দেব জানান, আসলে এটি বন্দুক নয়, এয়ারগান। তবুও ওই ব্যক্তি সম্পর্কে খোঁজ খবর নেয়া হচ্ছে। সন্দেহজনক কিছু না পেলে তাকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হবে। জুয়েল মিয়া বাহুবল উপজেলার মিরপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com