জাতীয় দৈনিক বাংলাদেশের আলো’র জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাহিত্য ও সংবাদকর্মী মনসুর আহমেদ। সম্প্রতি পত্রিকার সম্পাদক মফিজুর রহমান স্বাক্ষরিত পত্রে তাকে নিয়োগ ও পরিচয় পত্র প্রদান করা হয়। সাংবাদিক মনসুর আহমেদ পেশায় একজন ব্যবসায়ী ও উদ্যোক্তা। তিনি বেশকিছু সংগঠনের দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠাতা সভাপতি, হিতৈষী ফাউন্ডেশন; প্রতিষ্ঠাতা সভাপতি হবিগঞ্জস্থ চুনারুঘাট যুব এসোসিয়েশন; এসোসিয়েট সদস্য, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি; স্টাফ রিপোর্টার, দৈনিক লোকালয় বার্তা; সাহিত্য সম্পাদক, দৈনিক হবিগঞ্জের বাণী; প্রধান সম্পাদক, ‘যুববার্তা’। সম্পাদক ও প্রকাশক ত্রৈমাসিক ‘শব্দকথা’ ও শব্দকথা টোয়েন্টিফোর ডটকম। জাতীয় দৈনিক ইত্তেফাক, সমকাল, ভোরের কাগজ, আজকালের খবরসহ বেশকিছু সাহিত্য ম্যাগাজিনে নিয়মিত লেখা প্রকাশিত হচ্ছে তার। প্রকাশিত ১ম কাব্যগ্রন্থ ফিরে এসো (২০০৭) ২য় কাব্যগ্রন্থ মুখোশ (২০২১)। সাহিত্য চর্চার পাশাপাশি তিনি বাণিজ্যিক প্রতিষ্ঠান উনিশ কুড়ি বুটিকস ও শব্দকথা প্রকাশন এর স্বত্ত্বাধিকারী।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com