মেয়র প্রার্থী এস এম মুসলিমের মাসিক আয় ৩০ হাজার টাকা
এসএম সুরুজ আলী ॥ মাধবপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় মুখরিত পুরো পৌর এলাকা। মেয়র প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তুলছেন একে অন্যের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ। এদিকে, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকায় পাঠকদের জন্য মাধবপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীদের নির্বাচন অফিসে দাখিলকৃত হলফনামায় প্রদর্শিত আয়-ব্যয় ও সম্পদের বিবরণ ধারাবাহিকভাবে প্রকাশ করছে। আজ তুলে ধরা হলো- স্বতন্ত্র মেয়র প্রার্থী এসএম মুসলিম এর হলফনামার তথ্য। এস এম মুসিলম মাধবপুর পৌরসভার পশ্চিম গোদামপাড়া এলাকার বাসিন্দা এসএম মজিদ ও নিলবানুর ছেলে। তিনি হলফনামায় তাঁর শিক্ষাগত যোগ্যতা স্বশিক্ষিত উল্লেখ করেছেন। তাঁর নামে কোন মামলা নেই। তাঁর বার্ষিক আয় ৩ লাখ ৬০ হাজার টাকা। এ হিসেবে তাঁর মাসিক আয় ৩০ হাজার টাকা। তাঁর কাছে নগদ রয়েছে ৩০ লাখ ৪০ হাজার টাকা, তাঁর রয়েছে ১টি প্রাইভেট কার, যার মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা, ইলেকট্রনিক সামগ্রী রয়েছে ৬০ হাজার টাকার ও আসবাবপত্র রয়েছে ৮৬ হাজার ২০০ টাকার। তাঁর কৃষি জমি রয়েছে ৮৪ শতক, অকৃষি ৩.৫ শতক, দালান আবাসিক/বাণিজ্যিক যার মূল্য ৪১ লাখ ৭৮ হাজার ৬৭২ টাকা। তার পরিবারের উপর নির্ভরশীলদের বার্ষিক আয় ২ লাখ ২৭ হাজার ৫৫০ টাকা। তার স্ত্রীর দালান আবাসিক/বাণিজ্যিক ভবন রয়েছে যার মূল্য ৮ লাখ ৭৫ হাজার ৬শ টাকা। মেয়র প্রার্থী এসএম মুসলিম ইতিপূর্বে মাধবপুর সদর ইউনিয়নে ৩ বার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ২ বার পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com