ধুলিয়াখাল ও তেতৈয়া গ্রামবাসী বললেন শরীরে রক্ত থাকতে কবরের জায়গা কারো দখলে নিতে দেব না

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল শিল্পনগরী সংলগ্ন কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। বুধবার সকালে ধুলিয়াখাল ও তেতৈয়া গ্রামবাসী হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক ও কবরস্থানে মানববন্ধন করেন। এলাকার বিশিষ্ট মুরুব্বী শামছু মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আক্তার মিয়া, সাবেক চেয়ারম্যান চৌধুরী মিজবাহুল বারী লিটন, আব্দুল মান্নান সর্দার, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান খান, সিরাজুল ইসলাম, ইউপি সদস্য ছামিউল বাছিত, তৈয়ব আলী, অনু মিয়া, ছাবু খান, আজিজুর রহমান, মোঃ ছালেক মিয়া, মোঃ মকসুদ আলী, রূপক খান, ছাদেকুর রহমান, রাখন খান, গিয়াস উদ্দিন মেম্বার, শামিম মিয়া, আব্দুল কাইয়ূম, মালেক মিয়া, মখলিছুর রহমান, শরিফুল ইসলাম, কবির খান, জামাল খান, জিয়াউর রহমান, মুকিত খান প্রমূখ। মানববন্ধনে ধুলিয়াখাল ও তেতৈয়া গ্রামের সহস্রাধিক লোক অংশগ্রহন করেন। মানববন্ধন পরিচালনা করেন ইউনূছ মিয়া।
মানববন্ধনে বক্তারা বলেন- ধুলিয়াখাল শিল্পনগরী সংলগ্ন নুরপুর উত্তর মৌজা জেএল নং-৬৪, খতিয়ান নং-০১, দাগ নং-৯২(এসএ) ১৭০(আরএস) এর ৩.০৯ একর ভূমিটি শত শত বছর ধরে কবরস্থান হিসেবে ব্যবহার করে আসছেন ধুলিয়াখাল ও তেতৈয়া গ্রামবাসী। ওই কবরস্থানে বীর মুক্তিযোদ্ধাসহ অনেক গুণীজনকে দাফন করা হয়েছে। কিন্তু সম্প্রতি জেলা প্রশাসন ওই স্থানটি নিজেদের দখলে নিয়ে অন্য প্রকল্প নির্মাণ করার জন্য সাইন বোর্ড লাগিয়েছেন। এতে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন গ্রামবাসী। মানববন্ধনে বক্তারা বলেন- নিজেদের শরীরে রক্ত থাকতে কবরস্থানের জায়গা অন্য কারো দখলে নিতে দেয়া হবে না। আগামী ৪৮ ঘন্টার মধ্যে কবরস্থান থেকে সাইনবোর্ড সরানো না হলে ওই দুই গ্রামবাসী বৃহত্তর কর্মসূচি দেবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।