হবিগঞ্জ জেলা বিএনপির মানববন্ধনে জি কে গউছ
প্রয়োজনে রক্ত দিয়ে কর্মসূচি পালন করবে বিএনপি
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আওয়ামীলীগ একটি জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল। রাজনৈতিকভাবে বিএনপিকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে আওয়ামীলীগ পুলিশ প্রশাসনকে ব্যবহার করছে। বিএনপি কোন কর্মসূচি দিলেই পুলিশকে দিয়ে বাধা দেয়া হয়। কিন্তু তাদের জানা নেই, মামলা-হামলা করে বিএনপিকে রাজপথ থেকে সরানো যাবে না। প্রয়োজনে রক্ত দিয়ে হলেও রাজপথে সকল কর্মসূচি পালন করবে বিএনপি।
তিনি বলেন- মিথ্যা মামলা দিয়ে তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে রাখা যাবে না। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করেই তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরবেন। সেই দিন প্রমাণ হবে বাংলাদেশের মানুষ তারেক রহমানকে কতটা ভালবাসে। জি কে গউছ বলেন- সুষ্ঠ ভোট হলে বাংলাদেশে আওয়ামীলীগের অস্তিত্ব থাকবে না। আওয়ামীলীগের মন্ত্রী-এমপিরা পালানোর দরজা পাবেন না। এটা শুধু আমরা বলি না, আওয়ামীলীগ নেতারাও বলেন।
তিনি বলেন- কিছুটা সুষ্ঠু ভোট শায়েস্তাগঞ্জ পৌরসভায় হয়েছে, আওয়ামীলীগ প্রার্থীর পরাজয় হয়েছে। সুষ্ঠু ভোট হলে নবীগঞ্জ ও মাধবপুর পৌরসভায়ও বিএনপির প্রার্থী নির্বাচিত হবেন। কিন্তু নবীগঞ্জে মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানী করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। ইনশাআল্লাহ, ব্যালটের মাধ্যমেই জনগণ আওয়ামীলীগের সকল অন্যায়ের জবাব দিবে।
তিনি গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় শহরের প্রধান সড়কের শায়েস্তানগর এলাকায় হবিগঞ্জ জেলা বিএনপির মানববন্ধনে এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় চার্জ গঠন ও গ্রেফতারী পরওয়ানা জারির প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ১ কিলোমিটার দৈর্ঘ্য এই বিশাল মানববন্ধনে বিএনপি নেতাকর্মীদের ঢল নামে। এ সময় কিছু সময়ের জন্য প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মানবন্ধনে অংশ গ্রহন করেন।
মানববন্ধনে অংশগ্রহণ করেন- জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট শামছু মিয়া চৌধুরী, অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন শাহীন, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট হাজী নুরুল ইসলাম, এম জি মোহিত, মুজিবুল হোসেন মারুফ, অ্যাডভোকেট মনিরুল ইসলাম, গিরেন্দ্র চন্দ্র রায়, মহিবুল ইসলাম শাহীন, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, এম জি মাওলা, ইউনুছ মিয়া, আব্দুল হাই কাফি, কামাল সিকদার, হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, যুগ্ম আহ্বায়ক আজম উদ্দিন, অ্যাডভোকেট আফজাল হোসেন, আব্দুল ওযাহেদ আঞ্জব, হবিগঞ্জ পৌর বিএনপি নেতা নুরুল ইসলাম নানু, নাজমুল হোসেন বাচ্চু, এস এম আওয়াল, মাহবুবুল হক হেলাল, মর্তুজা আহমেদ রিপন, লিটন আহমেদ, আব্দুর রউফ, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেয়র এফ এম আহমেদ অলি, হাজী আব্দুল মজিদ, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপি আহ্বায়ক সলিম উল্লাহ, যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই, সাইফুল ইসলাম রানা, ফারুক মিয়া, আবু তাহের, ফজলুল করিম, আব্দুল আজিজ ফরহাদ, লাখাই উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, শেখ মোঃ ফরিদ, শামছুদ্দিন আহমেদ, ডাঃ তোফাজ্জুল হোসেন, অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, বাহুবল উপজেলা বিএনপির আহ্বায়ক জাহেদুল আলম জিতু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকদ্দস মিয়া বাবুল, যুগ্ম আহ্বায়ক শামছুল ইসলাম, তুষার চৌধুরী, বানিয়াচং উপজেলা বিএনপি আহ্বায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, যুগ্ম আহ্বায়ক ওয়ারিশ উদ্দিন খান, মহিবুর রহমান বাবলু, অ্যাডভোকেট আব্দুল কাদির, সালাউদ্দিন ফারুক, নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান সেফু, নবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম, অরবিন্দু রায়, তৌহিদুল ইসলাম, চুনারুঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুল হক তালুকদার, আব্দুর রহিম শ্যামল, চুনারুঘাট পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক মোঃ দিদার হোসেন, আলহাজ্ব হোসেন আহমেদ রাজন।
অঙ্গ সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা যুবদলের সভাপতি মিয়া মোঃ ইলিয়াছ, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম বজলুর রহমান, সোহেল এ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা মৎস্যজীবী দলের সভাপতি অ্যাডভোকেট মুদ্দত আহমেদ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক শাহ ফারুক আহমেদ, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফাতেমা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবু ছালেক, পৌর কৃষকদলের আহ্বায়ক আশরাফুল আলম সবুজ।