স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলায় দাওয়াতে ইসলামীর পরিচালনায় দক্ষিণ তেঘরিয়া গ্রামে জামেয়াতুল মদিনা মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে মাদ্রাসার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দাওয়াতে ইসলামীর হবিগঞ্জ জোন নিগরান মুহাম্মদ সায়েম আক্তারী। এতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ইসমাইল হোসেন, প্রকৌশলী আব্দুল আহাদ, মাওলানা ইউসুফ আলী, মুফতি ফজলুল হক, সাবেক ইউপি মেম্বার আব্দুর রহিম, তেঘরিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ইসমাইল মিয়া, শায়েস্তানগর ডিভিশন নিগরান নাবিল আক্তারী এবং হবিগঞ্জ উত্তর নিগরান জাবের আক্তারী প্রমূখ। এ মাদ্রাসায় জমিদান করেছেন মরহুম মন্নর আলীর উত্তরাধিকারীগণ। হবিগঞ্জ দাওয়াতে ইসলামী ও এলাকার আর্থিক সাহায্যে এ মাদ্রাসাটি দ্বিনি শিক্ষাদান করবে। সভায় দাওয়াতে ইসলামীর মুসল্লীগণ বলেন- মাদ্রাসার ছাত্ররা সুশিক্ষা গ্রহন করে এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেবে। এলাকায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় ও যুব সমাজের চরিত্র সংশোধনে মাদ্রাসাটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, সুন্নি আক্বিদা মোতাবেক এ মাদ্রাসাটি পরিচালিত হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com