রামপুরে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষ
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার শাহপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই দলের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ সংঘর্ষ হয়। জানা যায়, ওই গ্রামের জুটন মিয়ার সাথে সুজন মিয়ার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় ঝুটন মিয়া (৩৫), সুজন মিয়া (৩০), মর্জিনা বেগম (২৫) ও সুমন মিয়া (২০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের চিকিৎসা দেয়া হয়েছে।
অপরদিকে, হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের রামপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুই দলের সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের পরিমল সূত্রধরের সাথে সুধীর সূত্রধরের বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল ওই সময় একজন আরেকজনের উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় শিপ্রা সূত্রধর, পুতুল সূত্রধর, সুমন সূত্রধর, পরিমল সূত্রধর, রতিশ সূত্রধরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com