স্টাফ রিপোর্টার ॥ গুণগত মান ও সর্বোচ্চ গ্রাহক সেবার অঙ্গীকার নিয়ে হবিগঞ্জ শহরে যাত্রা শুরু করেছে ‘স্বপ্ন’ সুপার মেগাশপ। ‘আপনার স্বপ্ন আপনার শহরে’ এই শ্লোগান নিয়ে গতকাল শুক্রবার বিকেলে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘স্বপ্ন’র উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনজুর উদ্দিন আহমেদ শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোহাম্মদ সেলিম। উদ্বোধনকালে অতিথিবৃন্দ ফিতা কাটেন ও পায়রা আকাশে উড়িয়ে দেন।
পরে বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান মোদারিছ আলী টেনু’র সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, স্বপ্ন সুপারশপের বিভাগীয় সেলস্ ম্যানেজার এমরান হোসেন, হেড অব বিজনেস ডেভেলাপমেন্ট (ফ্রাঞ্চাইজি) মোহাম্মদ রাজিবুল হাসান, ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যক্স) সভাপতি মোঃ শামছুল হুদা প্রমুখ।
অতিথিবৃন্দ বলেন, ‘সারাদেশে সুপার মেগাশপ স্বপ্ন যেভাবে গুণগত মান বজায় রেখেছে। হবিগঞ্জেও তার ধারাবাহিকতায় বজায় থাকবে।’
উল্লেখ্য, হবিগঞ্জ শহরের কালীবাড়ি রোডস্থ আরশ বিল্ডিংয়ে সুপার মেগাশপ ‘স্বপ্ন’র হবিগঞ্জ আউটলেট অবস্থিত।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com