স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন হবিগঞ্জ প্রেসক্লাবের নয়া কমিটির নেতৃবৃন্দ। শনিবার রাতে সংসদ সদস্যের বাসভবনে তাঁরা এ সাক্ষাত করেন।
সাক্ষাতকালে সংসদ সদস্য মো. আবু জাহির বলেন, হবিগঞ্জ শান্তি এবং সম্প্রীতির জেলা। এখানে সব শ্রেণীর মানুষ সর্বক্ষেত্রে নিজ নিজ পেশায় স্বাধীনভাবে কাজ করছে। হবিগঞ্জ প্রেসক্লাবের সকল উন্নয়নে সার্বিক সহযোগিতা সব সময় ছিল এবং থাকবে বলে তিনি নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিদায়ী সভাপতি মো. ইসমাঈল হোসেন এবং বিদায়ী সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির, নয়া সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাধারণ সম্পাদক চৌধুরী মো. মাসুদ আলী ফরহাদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, মো. ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি অ্যাডভোকেট নির্মল ভট্টাচার্য্য রিংকু, সাবেক সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, সৈয়দ এখলাছুর রহমান খোকন। বর্তমান কার্যনিবাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, কোষাধ্যক্ষ ফয়সল চৌধুরী, দপ্তর ও প্রকাশনা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মঈনউদ্দিন আহমেদ, কার্যনিবাহী কমিটির সদস্য শফিকুল আলম চৌধুরী, মো. ছানু মিয়া, আব্দুল হালীম, ফজলে রাব্বি রাসেল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com