শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মেয়েটিকে হাসপাতালে ভর্তি
স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার বিরাট গ্রামের কিশোরী প্রেমিকাকে বিয়ের প্রলোভন দিয়ে হোটেলে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চালিয়েছেন স্থানীয় কিছু মাতব্বর। কিশোরীর অবস্থার অবনতি হলে তাকে গতকাল রবিবার সকালে হবিগঞ্জ আড়াইশ’ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ওই এলাকার উজানপাড়া গ্রামের বাসিন্দা কিশোরীর পিতা আবু বকর জানান, একই গ্রামের মতলিব মিয়ার পুত্র রমজান আলী (১৯) এর সাথে কিশোরীর প্রেমের সম্পর্ক চলে আসছিল। গত ১৮ ডিসেম্বর বিয়ের প্রলোভন দিয়ে আজমিরীগঞ্জের একটি হোটেলে নিয়ে ওই কিশোরীকে রমজান ধর্ষণ করে। এ সময় তার বন্ধু একই এলাকার ঝাড়– মিয়ার পুত্র আওয়াল (২০) তাকে ধর্ষণে সহযোগিতা করে। পরে কিশোরীকে বিয়ে করবে বলে বাড়িতে রেখে রমজান সটকে পড়ে। ধর্ষণে শারীরিক অবস্থার অবনতি হলে মেয়েটি ধর্ষণের ঘটনা তার অভিভাবককে জানায়। এ খবর জানতে পেরে স্থানীয় কয়েকজন মাতব্বর বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। কিন্তু ওই কিশোরীর অবস্থা সংকটাপন্ন হলে রফাদফা করা সম্ভব হয়নি। এক পর্যায়ে কিশোরীকে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।
আজমিরীগঞ্জ থানার ওসি জানান, এ ঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়ামাত্র তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com