স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি, মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন- আসন্ন মাধবপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাবিবুর রহমান মানিককে বিজয়ী করার লক্ষ্যে সকল মতামত ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বর্তমানে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এ জোয়ারকে ধরে রাখতে হবে। তিনি রবিবার সকালে পৌর নির্বাচনকে সামনে রেখে পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহবায়ক আলাউদ্দিন আল রনি’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক পারভেজ হোসেন চৌধুরী, পৌর বিএনপির সাবেক সভাপতি ও ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সাবেক সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী অলিউল্লাহ, চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, মাহবুবুর রহমান সোহাগ, সুমন চৌধুরী, মীর খুরশেদ আলম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক হাজী ফিরোজ মিয়া, বাবুল হোসেন, যুবদলের আহবায়ক এনায়েত উল্লাহ, যুগ্ম আহবায়ক কবির চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ সোহেল, যুগ্ম আহবায়ক সাইফুল চৌধুরী, পৌর যুবদলের আহবায়ক জনি পাঠান, যুগ্ম আহবায়ক শফিকউদ্দিন খাঁন, এমদাদুল হক সুজন, জসিম শিকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মারুফ মিয়া, পৌর ছাত্রদলের আহবায়ক রিপন মিয়া, যুগ্ম আহবায়ক জুলহাস উদ্দিন রিংকু, যুগ্ম আহবায়ক রাজ, সাবেক সভাপতি আলমগীর কবির, বিএনপি নেতা ফরিদ মিয়া, হাজী ছিদ্দিক মিয়া, মহারাজ খান, সফিক মিয়া, ইদ্রিছ আলী গেদু, গিয়াসউদ্দিন, মাওলানা সফিকুল ইসলাম, আব্দুল কাইয়ুম, ফজল মিয়া, অ্যাডভোকেট মশিউর রহমান, হারুন মিয়া, হিরা মিয়া মাস্টার, শফিকুল ইসলাম, আব্দুস সোবান প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com