স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ঘোলডুবা ফতেহপুর খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার বিকেলে ওই লাশটি স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই শাহজাহান মিয়া সুরতহাল রিপোর্ট তৈরি করে গতকাল সোমবার সকালে লাশ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। স্থানীয়রা জানান, ওই নবজাতকের লাশ কোনো প্রেমিক যুগলের প্রেমের ফসল হতে পারে। লোকলজ্জার ভয়ে খালে ফেলে দিলে নবজাতক মারা যায়। পরে তারা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com