নিজস্ব প্রতিনিধি ॥ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট ১৩৫৬/৮৮ইং এর ইনাতগঞ্জ আঞ্চলিক কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ইনাতগঞ্জ আঞ্চলিক শাখার মোট ১২৭ ভোটের মধ্যে ১২৫ ভোট কাস্টিং হয়েছে।
নির্বাচনে চেয়ার প্রতিক নিয়ে সভাপতি নির্বাচিত হন মোঃ ফুলজার উদ্দিন। তিনি ৬৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শামীম খান ছাতা প্রতিক নিয়ে পেয়েছেন ৫৯ ভোট। খেজুর গাছ প্রতিক নিয়ে ১ম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ ছফু মিয়া। তিনি পেয়েছেন ৮১ ভোট। গোলাপ ফুল প্রতিক নিয়ে এহিয়া খান ৬০ ভোট পেয়ে ২য় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। অপর সহ-সভাপতি আব্দুল মুকিত বটগাছ প্রতিক নিয়ে পেয়েছেন ৩৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে আম প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন মোঃ বাবুল মিয়া। তিনি পেয়েছেন ৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ হারুন মিয়া আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ৫০ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মই প্রতিক নিয়ে ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ রাফিজুল ইসলাম টিটু, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ শিপন মিয়া মোমবাতি প্রতিক নিয়ে পেয়েছেন ৫১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে রিক্সা প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন আকবর হোসেন। তিনি পেয়েছেন ৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ সফিকুনুর ময়ূর প্রতিক নিয়ে পেয়েছেন ৫৪ ভোট। অপর সাংগঠনিক সম্পাদক প্রার্থী সাগর আহাম্মদ লিটন মোটর সাইকেল প্রতিক নিয়ে পেয়েছেন ৪ ভোট। প্রচার সম্পাদক পদে মাইক্রোবাস প্রতিক নিয়ে ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ ছফিল মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তোফায়েল মিয়া ট্রাক প্রতিক নিয়ে ৪৮ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে কাপ প্লেইট প্রতিক নিয়ে ৬৩ ভোটে নির্বাচিত হয়েছেন মোঃ উজির মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জুয়েল খান দেওয়ালঘড়ি প্রতিক নিয়ে পেয়েছেন ৫৮ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোঃ আলম মিয়া। সমাজ কল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তালা প্রতিক নিয়ে মোঃ নূরে আলম। তিনি পেয়েছেন ৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মহসিন আহাম্মদ পতাকা প্রতিক নিয়ে পেয়েছেন ৭ ভোট। সদস্য নির্বাচিত হয়েছেন আল-আমিন, মোঃ সামছু মিয়া, মোঃ আনহার মিয়া ও মোঃ সুমন আহমেদ।
নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী। নির্বাচন কমিশনারকে সহযোগিতা করেন শহিদুর রহমান লাল ও তৌহির উদ্দিন। এছাড়াও নির্বাচন পরিদর্শন করেন নবীগঞ্জ উপজেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি মোঃ ইয়াওর মিয়া, কোষাধ্যক্ষ বাছিত মিয়া, হবিগঞ্জ সদর মাক্রোবাস আঞ্চলিক শ্রমিক ইউনিয়নের আঞ্চলিক কমিটির সদস্য নূরুল আমিন লালনসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মোঃ সজিব আলী জানান, অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পুলিশসহ সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ধন্যবাদ জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com