সামাজিক সংগঠন আপনজনের উদ্যোগে গত শনিবার নবীগঞ্জ উপজেলার গাবদেব সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দুইশত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আপনজনের সভাপতি অ্যাডভোকেট কামরুল হাছান চৌধুরী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সফিকুল ইসলাম। আমন্ত্রিত অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবী ইমদাদুর রহমান মুকুল, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ফুল মিয়া চৌধুরী, স্কুলের প্রধান শিক্ষক আজিজুর রহমান চৌধুরী আজাদ, সাবেক প্রধান শিক্ষক জায়েদা আক্তার ও শীতবস্ত্র বিতরণ উপকমিটির আহবায়ক প্রভাষক মোর্শেদ কামাল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি ব্যাংকার মোঃ আব্দুল্লাহ, সাবেক সভাপতি অ্যাডভোকেট ছগীর আহমেদ সাজ্জাদ, সাবেক সভাপতি এনজিও সংগঠক মোহাম্মদ শাহীন, কোষাধ্যক্ষ প্রধান শিক্ষক প্রাণেশ রঞ্জন দাশ, পুলিশের এএসপি রফিকুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শায়েলী পারভীন চৌধুরী দীপা, বিশিষ্ট শিক্ষানুরাগী শফিকুর রহমান। উপস্থিত ছিলেন ব্যাংকার মকসুদ আলী, ব্যাংকার সনজিত কুমার রায়, অ্যাডভোকেট আজিজুল হক চৌধুরী জুয়েল, নেক্সট প্রিন্টার্সের সিইও এনামুল হক এহিয়া সহ স্কুলের শিক্ষক মন্ডলী এবং স্থানীয় জনগণের একাংশ।
আপনজন বিগত ৯ বছর যাবৎ শীতবস্ত্র বিতরণ করে আসছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com