চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পূর্বাঞ্চলের ত্রাস ও সাবেক ছাত্রলীগ নেতা মহিবুল হোসেন হত্যাসহ ৬১টি মামলার আসামী খালেককে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আশরাফ, থানার এসআই অলক বড়–য়া ও আলী আহজার এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার গহীন জঙ্গল ছনবাড়ি বনবিট থেকে তাকে গ্রেফতার করে। সে মিরাশী ইউনিয়নের লাতুরগাও গ্রামের মৃত আঃ জাহির করম আলীর ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, নারী নির্যাতন, বন মামলাসহ ৬১টি মামলা রয়েছে। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ ছিল।
২বছর পূর্বে উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা ও লাতুরগাও গ্রামের মুহিবুল হোসেনকে হত্যা মামলার ২নং আসামী খালেক। সে দীর্ঘদিন ধরে পাহাড়ের বিভিন্ন স্থানে পালিয়ে অপকর্ম করে যাচ্ছে। রাতে সে তার বাহিনীর লোকজনকে নিয়ে এলাকার কয়েকটি গ্রামে ডাকাতি ও নারী নির্যাতন করতো বলে এলাকাবাসী জানিয়েছেন। সে তার পছন্দের নারীদের ধরে নিয়ে পাহাড়ে ফুর্তি আমোদ করলেও তার বাহিনীর ভয়ে কেউ মূখ খুলতো না। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ভুইয়ারতলী গ্রামের কয়েকটি পরিবার এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। তাকে গ্রেফতারে এলাকার মানুষ স্বস্তির নিঃস্বাস ফেলছে। রবিবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com