হবিগঞ্জে অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার দাস
স্টাফ রিপোর্টার ॥ মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক, বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার দাস বলেছেন, ভাল মানুষ হতে গেলে ধর্মীয় শিক্ষার কোন বিকল্প নেই। একমাত্র ধর্মীয় শিক্ষাই মানুষকে নৈতিক মূল্যবোধ শেখায়। তাই ধর্মীয় শিক্ষার বিকাশে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। শুক্রবার সকালে হবিগঞ্জ শহরের রাধাগোবিন্দ জিউর আখড়ায় স্থানীয় হিন্দু নেতৃবৃন্দ ও শিক্ষকদের সাথে প্রকল্পের কার্যক্রম ও ধর্মীয় শিক্ষার গুরুত্ব বিষয়ক মতবিনিময় ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত হাসান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী বেদময়ানন্দজী মহারাজ ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নিখিল ভট্টাচার্য। প্রমথ সরকারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপদেষ্টা প্রকৌশলী ফনীভূষণ দাশ, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শংকর পাল, স্বাচিপ সাধারণ সম্পাদক ডাঃ অসিত রঞ্জন দাশ, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অনুপ কুমার দেব মনা, সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, সাংগঠনিক সম্পাদক অশোক রায় মঙ্গল, পৌর পূজা উদযাপন পরিষদ সভাপতি অধ্যক্ষ পার্থপ্রতিম দাশ, পংকজ ভট্টাচার্য, শংকর অধিকারী, সঞ্জয় দাস, পিয়ালী রায় প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক জগদ্বীশ চন্দ্র রায়। অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের শিক্ষার্থীরা গীতাপাঠ ও প্রার্থনা সঙ্গীত পরিবেশন করেন। মতবিনিময় শেষে ২০২০ শিক্ষাবর্ষে বার্ষিক মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। পরে সমবেত প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com