সন্ত্রাসীদের হামলায় নিহত ব্যবসায়ী আব্দুর রশিদ স্মরণে বাঁশ ব্যবসায়ীদের প্রতিবাদ সভা
স্টাফ রিপোর্টার ॥ সন্ত্রাসীদের হামলায় নিহত হবিগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী উমেদনগরের বাসিন্দা শেখ আব্দুর রশিদ স্মরণে মিলাদ মাহফিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বাঁশ ব্যবসায়ীরা এ মিলাদ মাহফিলের আয়োজন করেন। এতে ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ রেখে মিলাদ মাহফিলে অংশ নেন। মিলাদ মাহফিলপূর্ব আলোচনা সভায় বক্তারা অবিলম্বে আব্দুর রশিদ হত্যা মামলার পলাতক আসামীদের গ্রেফতারের মাধ্যমে দ্রুত বিচার দাবি করেন। সভায় বক্তব্য রাখেন ব্যবসায়ী মোঃ ছবির মিয়া, ছমেদ মিয়া, কয়সর মিয়া, সাহিদ মাস্টার, শেখ মকসুদ আলী, আরশাফুল আলম সবুজ, পরিবারের পক্ষে শেখ আব্দুল ছমেদ প্রমূখ। মিলাদ মাহফিলে মোনাজাত করেন হবিগঞ্জ চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মজিদ পিরিজপুরী।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com