স্টাফরিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার বিচার এবং মৌলবাদ-জঙ্গীবাদের মূলোৎপাটনের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট হবিগঞ্জ জেলা শাখা, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান সিলেট বিভাগসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। এসময় প্রতিবাদী সঙ্গীত ও কবিতা আবৃত্তি করেন স্থানীয় শিল্পীবৃন্দ। গত মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শহরের প্রধান সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতহয়।
এতে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট হবিগঞ্জ জেলা শাখার সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী ও সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক অনিরুদ্ধ কুমার ধর। বক্তব্য রাখেন- হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, বাপা হবিগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুজ জাহের, স্বাচিপ হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ডাঃ অসিত রঞ্জন দাস, যুবলীগ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আতাউর রহমান সেলিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম জেলা শাখার সভাপতি সিদ্ধার্থ বিশ্বাস, দেশ নাট্যগোষ্ঠীর সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবীর সৈকত, সুরবিতানের সাধারণ সম্পাদক আবুল ফজল, ব্যাংকার্স এসোসিয়েশন হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, কিবরিয়া ফাউন্ডেশনের সভাপতি অনুপ কুমার দেব, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম হবিগঞ্জ শাখার সভাপতি অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম, বর্ণমালা খেলাঘর সাধারণ সম্পাদক দীপুল কুমার রায়, শিশু সংকেতের সভাপতি সৈয়দ আব্দুল বাকী ইকবাল, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াছিন খাঁন, মুক্তিযোদ্ধা সন্তান কমা-ের নেতা জয়নাল আবেদীন রাসেল প্রমুখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com