মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল চৌধুরী রাহেল এবং বিএনপির মনোনয়ন পেয়েছেন নবীগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র ও নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ছাবির আহমদ চৌধুরী।
গতকাল শুক্রবার বিকেল ৪টায় আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর সরকারি বাসভবন গণভবনে মনোনয়ন বোর্ডের বৈঠকে পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন চুড়ান্ত করা হয়। সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সংশ্লিষ্ট সবাই স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে উপস্থিত ছিলেন। সভা শেষে গণমাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে গোলাম রসূল চৌধুরী ওরফে রাহেল চৌধুরীর নাম ঘোষণা করেন।
অন্যদিকে শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত প্রার্থীদের সামনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নবীগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র ছাবির আহমদ চৌধুরীর নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ও প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম রসুল চৌধুরী রাহেল নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করছেন। রাহেল চৌধুরী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপির জামাতা।
গত ৩ ডিসেম্বর পৌর নির্বাচনকে কেন্দ্র করে নবীগঞ্জ শহরতলীর হাজারী কমিউনিটি সেন্টারে নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৭ জনের নাম হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কাছে প্রেরণ করা হয়। পরে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী স্বাক্ষরিত সুপারিশে ৭ জন মনোনয়ন প্রত্যাশীর নাম পাঠানো হয় কেন্দ্রে।
অপরদিকে বিএনপির মনোনীত প্রার্থী ছাবির আহমদ চৌধুরী নবীগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র ও নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি। গত ৭ ডিসেম্বর অনুষ্ঠিত নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ সভায় নবীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক ছালিক আহমেদ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আলীম ইয়াছিনী, ২য় যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীনসহ যৌথ স্বাক্ষরিত পত্রে বিএনপির একক প্রার্থী হিসেবে বর্তমান মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি ছাবির আহমদ চৌধুরী নাম ঘোষণা করা হয়। পরে হবিগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আবুল হাশেমের সুপারিশসহ বিএনপির একক প্রার্থী হিসেবে নবীগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র ছাবির আহমদ চৌধুরীর নাম কেন্দ্রে পাঠানো হয়।
উল্লেখ্য, ৩ ডিসেম্বর নির্বাচন কমিশন সারাদেশে দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করে। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, নবীগঞ্জ পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামীকাল ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই বাছাই ২২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি ২০২১।