৭৫ লাখ টাকা ব্যয়ে বামকান্দি হাই স্কুলের ভবন নির্মাণ
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া থেকে লাখাই’র মাদনা পর্যন্ত অলওয়েদার রাস্তা নির্মাণের ঘোষণা দিয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। সোমবার বিকেলে ৭৫ লাখ টাকা ব্যয়ে লোকড়া ইউনিয়নের বামকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের চার তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। প্রসঙ্গত, অলওয়েদার রাস্তা হলে বর্ষাকালেও হবিগঞ্জ থেকে মাদনা পর্যন্ত সড়কপথে যান চলাচল করবে। এ অঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্থা অত্যন্ত সুগম হবে।
অনুষ্ঠানে এমপি আবু জাহির বলেন, জনগণের সুবিধা নিশ্চিতে আমরা দিনরাত পরিশ্রম করি। কিন্তু নির্বাচন আসলেই একদল মানুষ শুধু ভোটের জন্য মানুষের বাড়ি বাড়ি আসে। ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করতে চায়। এরা নানাভাবে ষড়যন্ত্রের জাল বুনে। এলাকার উন্নয়নের স্বার্থে এই ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করুন। এ সময় সামনের দিনগুলোতে সকলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষে আছেন কি না জানতে চাইলে; তারা হাত তুলে এমপি আবু জাহিরকে সমর্থন জানান।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ৭৫ লাখ টাকায় বামকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের চার তলা ভিত বিশিষ্ট এক তলা ভবন নির্মাণ করে দিয়েছেন এমপি আবু জাহির। ভবন পেয়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী আনন্দিত। তারা সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এ উন্নয়নের ধারা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। অনুষ্ঠানে বক্তৃতার শেষ পর্যায়ে ভবনটিকে শিগগির ৪ তলা সম্পন্ন করে দেয়ার আশ্বাস দেন এমপি আবু জাহির।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোহন লাল গোপের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, লোকড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আক্রাম আলী, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত এবং লোকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com