স্টাফ রিপোর্টার ॥ জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২০ উদযাপন উপলক্ষে আবগারী ও ভ্যাট বিভাগ, হবিগঞ্জ এর উদ্যোগে সম্মানিত করদাতাদের সাথে দুপুর ১২ টায় সিলেট মহাসড়কের আল আমীন ফুড ফেয়ার হোটেল এন্ড রেস্টুরেন্টে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট কমিশনার মোহাম্মদ আহসানুল হক। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, অতিরিক্ত কমিশনার, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট মোহাম্মদ সফিউর রহমান, আবগারী ও ভ্যাট বিভাগ হবিগঞ্জের সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা আবুল বাসার মোঃ আব্দুল্লাহেল কাফি। তাছাড়া সভায় হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্যবৃন্দ, হবিগঞ্জ জেলার করদাতাগণ ও করদাতাদের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ এবং আবগারী ও ভ্যাট বিভাগ, হবিগঞ্জ এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য প্রদান করেন এজি পলি এন্ড ফাইভার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং এজি সিরামিক্স লিমিটেড এর ভ্যাট ইনচার্জ মোঃ আহসান হাবিব সায়েম। মোহাম্মদ সফিউর রহমান, অতিরিক্ত কমিশনার, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট অনলাইন ভিত্তিক নতুন ভ্যাট আইন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি ই-পেইমেন্ট, ইএফডি ও অনলাইন ভ্যাট রিটার্ন দাখিল এর প্রতি করদাতাগণকে উৎসাহিত করে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com