হবিগঞ্জ পৌর এলাকার ৩৯টি কেন্দ্রে হাম-রুবেলা এম.আর.টিকা দেয়া হবে ॥ ৯ মাস হতে ১০ বছরের কমবয়সী শিশুরা টিকা নিবে
স্টাফ রিপোর্টার ॥ আজ ১২ ডিসেম্বর শনিবার থেকে হবিগঞ্জ পৌর এলাকায় হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু হচ্ছে। আগামী ২৪ জানুয়ারি ২০২১ পর্যন্ত ৬ (ছয়) সপ্তাহব্যাপী উক্ত ক্যাম্পেইন পরিচালিত হবে। উক্ত ক্যাম্পেইনে ৯ (নয়) মাস হতে ১০ বছরের কমবয়সী সকল শিশুকে ১ (এক) ডোজ এম.আর.টিকা দেওয়া হবে। নি¤œবর্ণিত কেন্দ্রগুলির পার্শ্বে বর্ণিত তারিখ অনুযায়ী টিকা প্রদান করা হবে।
হবিগঞ্জ সদর সদর হাসপাতাল প্রতিদিন (শুক্রবার ও সরকারি ছুটি ব্যতিত), ২। হবিগঞ্জ পৌরসভা কার্যালয় প্রতিদিন (শুক্রবার ও সরকারি ছুটি ব্যতিত), ৩। উমেদনগর ‘খা হাটি’ ১২/১২/২০ইং, ৪। উমেদনগর মর্তুজ আলীর বাড়ি ২৩/১২/২০ইং, ৫। উমেদনগর পৌর জুনিয়র হাই স্কুল ০৩/০১/২১ইং, ৬। উমেদনগর মসজিদ হাটি ১০/০১/২১ইং, ৭। উমেদনগর সূর্যের হাসি ক্লিনিক ১৪/০১/২১ইং, ৮। উমেদনগর বড়বাড়ি, ফরিদ মিয়ার বাড়ি ১৯/০১/২১ইং, ৯। উমেদনগর মোঃ আলাউদ্দিন (প্রাক্তন কমিশনার) এর বাড়ি ২৩/০১/২১ইং, ১০। উমেদনগর দক্ষিণ হাটি জালাল মিয়ার বাড়ি ১৩/১২/২০ইং, ১১। দানিয়ালপুর অজিতকুরি মাস্টার এর বাড়ি ২৪/১২/২০ইং, ১২। কৃষ্ণধন সরকারী প্রাথমিক বিদ্যালয় (গরুর বাজার) ০৪/০১/২১ইং, ১৩। কামড়াপুর ফজলুল হক লন্ডনীর বাড়ি ১১/০১/২১ইং, ১৪। যশের আব্দা ১৬/০১/২১ইং, ১৫। কালীগাছতলা ১৪/১২/২০ইং, ১৬। কালীগাছতলা ২৬/১২/২০ইং, ১৭। আনোয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ০৫/০১/২১ইং, ১৮। চৌধুরী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৫/১২/২০ইং, ১৯। চৌধুরী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ২৭/১২/২০ইং, ২০। নাতিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৭/১২/২০ইং, ২১। সূর্যের হাসি ক্লিনিক (টাউন হল রোড) ২৮/১২/২০ইং, ২২। রামচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯/১২/২০ইং, ২৩। গোসাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২৯/১২/২০ইং, ২৪। স্টাফ কোয়ার্টার সরকারি প্রাথমিক বিদ্যালয় ০৬/০১/২১ইং, ২৫। জঙ্গল বহুলা আপ্তাব উদ্দিনের বাড়ি ১২/০১/২১ইং, ২৬। ইনাতাবাদ রহিম উল্লার বাড়ি ১৭/০১/২১ইং, ২৭। গোসাইপুর বাবর আলীর বাড়ি ২০/০১/২১ইং, ২৮। রাজনগর কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০/১২/২০ইং, ২৯। রাজনগর কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩০/১২/২০ইং, ৩০। টাউন মডেল বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ২১/১২/২০ইং, ৩১। কোর্ট স্টেশন এম.এ. মোতালিব এর বাড়ি ৩১/১২/২০ইং, ৩২। মাতৃমঙ্গল ০৭/০১/২১ইং, ৩৩। তেঘরিয়া বাবুল মিয়ার বাড়ি ১৩/০১/২১ইং, ৩৪। মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৮/০১/২১ইং, ৩৫। মোহনপুর সিরাজুল ইসলাম সাহেবের বাড়ি ২১/০১/২১ইং, ৩৬। শায়েস্তানগর ডাঃ এম.এ.জলিল এর বাড়ি ২২/১২/২০ইং, ৩৭। শায়েস্তানগর শাহ্ মোঃ আব্দুল কাইয়ুম এর বাড়ি ২৪/০১/২১ইং, ৩৮। মাহমুদাবাদ ঝাড়– মিয়ার বাড়ি ০২/০১/২১ইং, ৩৯। মাছুলিয়া নূর মিয়ার বাড়ি ০৯/০১/২১ইং।
প্রসঙ্গত, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ১৯৭৯ সাল থেকে শিশুদের বিভিন্ন সংক্রামক রোগজনিত মৃত্যু ও পঙ্গুত্বের হার কমিয়ে আনার লক্ষ্যে সারাদেশে টিকাদান কর্মসূচি পরিচালনা করে আসছে।
ইপিআই-এর অন্যান্য লক্ষ্যসমূহের মধ্যে ২০২২ সাল নাগাদ জাতীয় পর্যায়ে হাম-রুবেলা টিকার কভারেজ শতকরা ৯৫ ভাগে উন্নীতকরণ এবং ২০২৩ সাল নাগাদ হাম-রুবেলা দূরীকরণ অন্যতম। হাম-রুবেলা রোগ ও এর জটিলতা থেকে রক্ষা পাবার সর্বোৎকৃষ্ট উপায় হলো সঠিক সময়ে শিশুকে হাম-রুবেলা (এমআর) টিকা প্রদান করা। নিয়মিত টিকাদান কর্মসূচিতে শিশুদের ৯ মাস ও ১৫ মাস বয়সে মোট ২ ডোজ এমআর টিকা প্রদান করা হয়ে থাকে। যেসব শিশু ইতোপূর্বে এ টিকা নিয়েছে তারাও এ ক্যাম্পেইনে টিকা নিতে পারবে। হবিগঞ্জ জেলার সর্বত্র শিশুদের এ টিকা দেয়ার কর্মসূচি গ্রহণ করেছে হবিগঞ্জ স্বাস্থ্য বিভাগ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com