এসএম সুরুজ আলী ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউপি চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান বদরুল করিম দুলাল, স্বতন্ত্র প্রার্থী ফয়জুল ইসলাম ফজল, স্বতন্ত্র প্রার্থী মোঃ তাজুল ইসলাম ফরিদ, স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান রূপক ও স্বতন্ত্র প্রার্থী উসমান গনি। এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা নির্বাচন অফিসের অফিস সহকারি মিজানুর রহমান।
উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর রাজিউড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোট গ্রহন করা হবে। ২৩ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও ২৪ নভেম্বর প্রতিক বরাদ্দ দেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com