শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এক নারী মাদক ব্যবসায়ীসহ দুইজনকে ১৫ দিনের কারাদন্ড ও দেড় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন- দাউদনগর বাজার মুচিপট্টির মৃত সোনাই রবিদাশের স্ত্রী স্বরস্বতি রবিদাস (৪০) ও উপজেলার লেনজাপড়া গ্রামের তরমুজ আলীর পুত্র হেলাল মিয়া (৩৫)। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শায়েস্তাগঞ্জ শহরের দাউদনগর বাজারে তাদেরকে কারাদন্ড দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম।
পুলিশ জানায়, সন্ধ্যায় শহরের দাউদনগর বাজারের মুছিপট্টি অভিযান চালিয়ে স্বরস্বতি রবিদাসের কাছ থেকে ৩৬০ পুরিয়া গাঁজাসহ মাদক সেবনকারী হেলাল মিয়াকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ১৫ দিনের কারাদন্ড ও নারী মাদক ব্যবসায়ীকে ৫শ’ টাকা ও সেবনকারীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন- উদ্ধারকৃত গাঁজা আগুনে পুড়ে বিনষ্ট করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com