স্টাফ রিপোর্টার ॥ আজ বুধবার রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত হবিগঞ্জ শহরের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। জরুরী মেরামত কাজের জন্য এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে হবিগঞ্জ গ্যাস অফিস সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে জালালাবাদ গ্যাস হবিগঞ্জ এর আবাসিক প্রকৌশলী মুরাদ হোসেন জানান- হবিগঞ্জ সার্কিট হাউজের সামনে নতুন গেইট নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে। ওই গেইট নির্মাণস্থলে রয়েছে শহরের গ্যাস সরবরাহ লাইন। এ লাইনটি ওই স্থান থেকে না সরালে গেইট স্থাপন সম্ভব নয়। তাই লাইনটি কেটে মেইন সড়কের অন্য পাশ দিয়ে প্রায় ২৫/৩০ মিটার নতুন লাইন স্থাপন করা হবে। আর গ্যাস সরবরাহের লাইন সংস্কার কাজ করতে রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত হবিগঞ্জ শহরে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস সরবরাহ বন্ধ রাখার ফলে গ্রাহকদের যাতে অসুবিধা না হয় তাই রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত মেরামত কাজ করা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com