মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বিয়ের ৫ দিনের মাথায় আব্দুল মজিদ (২১) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত মজিদ উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের জাবেদ আলীর ছেলে।
মাধবপুর উপজেলার ছাতিয়াইন তদন্ত কেন্দ্রের এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী জানান, গত ১২ নভেম্বর আব্দুল মজিদ পার্শ্ববর্তী উত্তর নোয়াপাড়া গ্রামের আব্দুল নুরের মেয়ে ফাহিমাকে বিয়ে করে। বিয়ের ৫ দিনের মাথায় গতকাল মঙ্গলবার সকালে এক্তিয়ারপুর গ্রামে আব্দুল মজিদের মরদেহ শোবার ঘরে সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয় মজিদের পরিবার। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে মজিদ কি কারণে মারা গেছে তা জানা যায়নি। ময়না তদন্ত প্রতিবেদন পেলে এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে বলে মন্তব্য করেন এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com