হবিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসের সভায় বক্তাগণ
স্টাফ রিপোর্টার ॥ ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বির্নিমাণে উৎপাদশীলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন হয়েছে। এ উপলক্ষে শুক্রবার হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে ইসরাত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিজন ব্যানার্জি, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ইসমাইল হোসেন, বিটিভি হবিগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ আলমগীর খান, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ শামছুল হুদা প্রমুখ। বক্তাগণ বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সবাইকে উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে। সহজ শর্তে ছোট ছোট শিল্প কারখানাকে ঋণ প্রদানের মাধ্যমে উৎসাহ বৃদ্ধি করতে হবে। তাছাড়া বর্তমান সরকার হচ্ছে উৎপাদনশীল সরকার, তাই আমাদের সবাইকে টেকসই বিনিয়োগ করতে হবে। এসময় বক্তারা আরোও বলেন জাতীয় অর্থনীতিতে উৎপাদনশীলতার গুরুত্ব অপরিসীম। এটি দেশের সামগ্রিক অর্থনীতির উন্নয়নের গতিকে তরান্বিত করে। উৎপাদনশীলতা একটি দেশের টেকসই উন্নয়ন তথা জনগণের জীবনযাত্রার মানোন্নয়নের অন্যতম চাবিকাঠি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com