মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত মানুষের মুখে হাসি ফুটাতে কাজ করে যাব ইনশাআল্লাহ
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য মেয়র প্রার্থী ফজল উদ্দিন তালুকদার গণসংযোগ শুরু করেছেন। এরই অংশ হিসেবে গতকাল শুক্রবার তিনি সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভার ১নং ওয়ার্ডে গণসংযোগ করেন। গণসংযোগকালে মেয়র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফজল উদ্দিন তালুকদার বলেন- মেয়র পদে প্রার্থী হিসেবে গণসংযোগ শুরু করেছি। পর্যায়ক্রমে ৯টি ওয়ার্ডের প্রত্যেক মহল্লায় গণসংযোগ করব। তিনি বলেন ১নং ওয়ার্ডের পশ্চিম বড়চর গ্রামে গণসংযোগে গিয়ে মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ হয়েছি। তাই আমি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত মানুষের মুখে হাসি ফুটাতে কাজ করে যাব ইনশাআল্লাহ। আমি শায়েস্তাগঞ্জ পৌরসভার উন্নয়ন ও জনসেবায় অবদান রাখতে চাই।
ফজল উদ্দিন তালুকদার মানুষের কল্যাণে যাতে কাজ করে যেতে পারেন সেজন্য পৌরবাসী সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com