স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় আজ শনিবার সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত বিদ্যুত সরবরাহ বন্ধ থাকবে। গতকাল শুক্রবার বিকেলে বিদ্যুত উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে মাইকিং ও নোটিশের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ শহরে বিদ্যুতের ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকরা। সামান্য বৃষ্টি হলেই বিদ্যুত চলে যায়। ঘণ্টার পর ঘণ্টা শহর থাকে বিদ্যুতবিহীন। আবার কোনোদিন সারাদিনেও বিদ্যুত আসে না। অভিযোগ কেন্দ্রে ফোন করলে বলা হয়, শাহজীবাজার থেকে বিদ্যুত গেছে। আমাদের কিছু করার নেই। এরই পরিপ্রেক্ষিতে বিদ্যুত উন্নয়ন বোর্ড গুরুত্বপূর্ণ লাইন সংস্কার করছে। আজ শনিবার শহরের রাজনগর, বৃন্দাবন কলেজ, পিটিআই রোডসহ বিভিন্ন স্থানে বিদ্যুতের মেইন লাইন সংস্কারের কাজ হবে। এ কারণে হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুত সরবরাহ বন্ধ থাকবে বলে জানা গেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com