মঈন উদ্দিন আহমেদ ॥ হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব পইল গ্রামের আব্দুন নূর ওরফে মোঃ নূর এর ৬ বছর বয়সী পুত্র তালহা ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। গতকাল সোমবার রাত প্রায় ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়। সে দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভূগছিল। তার ক্যান্সার ধরা পড়ার পর প্রথমে তাকে সিলেটে চিকিৎসা দেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। এদিকে সন্তানের চিকিৎসা করাতে গিয়ে পিতার প্রায় পথে বসার উপক্রম। এ অবস্থায় তার হিতাকাঙ্খীরা ‘সেইভ তালহা’ নামে একটি ফেসবুক গ্রুপ খুলে তালহাকে বাঁচাতে সমাজের সকলের কাছে সাহায্যের আবেদন জানান। কিন্তু সকলের প্রচেষ্টাকে পেছনে ফেলে তালহা চলে যায় তার আপন ঠিকানায়। পৃথিবীকে বিদায় জানিয়ে সে অনন্ত পরপারে যাত্রা করে। সন্তানের মৃত্যু সংবাদ জানার পর পিতার মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে। সন্তানের মৃত্যুর পর ফেসবুকে হতভাগ্য পিতার স্ট্যাটাস- ‘তালহাকে সবাই ক্ষমা করে দিবেন, প্লিজ’।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com