স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলা আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরি গ্রামের মোঃ সুন্দর আলীর পুত্র দিদার আলী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে ৪ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, কালিশিরি বাজারে সরকারি জায়গা ও রাস্তা দখল করে জমজমাট ব্যবসা চালিয়ে আসছে একটি প্রভাবশালী মহল। তারা হলেন মৃত রিয়াছত উল্লার পুত্র আনছব উল্লা, মৃত মনতাজ উল্লার পুত্র ছাবু মিয়া ও আব্দুস সহিদ এর পুত্র সফিক মিয়া গং। কালিশিরি গ্রামের ওই প্রভাবশালী মহল সরকারি বাজারের রাস্তা দখল ও বসতঘর নির্মাণ করে বেশ কয়েকটি ঘর ভাড়া দিয়ে লোকজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করে নিচ্ছে। এ ব্যাপারে নিরিহ কালিশিরি গ্রামের সুন্দর আলীর পুত্র দিদার আলী উল্লেখিত ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিয়ে এলাকার সাধারণ মানুষদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি সরজমিনে তদন্ত করে সরকারি জায়গা থেকে রাস্তা ও বসতঘর উচ্ছেদ করার জন্য প্রশাসনের প্রতি জনপ্রতিনিধি ও এলাকার সাধারণ মানুষজন জোর দাবি জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com