চুনারুঘাটে বিদ্যুতের সাবস্টেশন উদ্বোধনকালে বিমান প্রতিমন্ত্রী

চুনারুঘাট প্রতিনিধি ॥ বেসামরিক বিমান পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি বলেছেন, বিএনপি সরকার মাত্র ৩ হাজার কিলোওয়াট বিদ্যূৎ উৎপাদন রেখে গিয়েছিল। এখন দেশে প্রায় ১৬ হাজার কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আগামী ৫ বছরের মধ্যে এ উৎপাদন দাঁড়াবে ২৫ হাজার কিলোওয়াটে। এখন বিদ্যুতের জন্য মানুষ অন্ধকারে থাকে না, কলকারখানা বন্ধ থাকেনা, দেশের প্রায় শতভাগ মানুষ এখন বিদ্যুতের আওতায় এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী এ বছরেরই শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করার কথা রয়েছে। কিন্তু দেশে মহামারী করোনার কারণে কাজে কিছুটা ব্যাঘাত ঘটছে। তিনি গতকাল দুপুরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাজার বাজার এলাকায় ৩৩/১১ কেভি বিদ্যুতের সাবস্টেশন উদ্বোধনকালে এসব কথা বলেন।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী, পল্লী বিদ্যুতের ডিজিএম আবুল কাশেম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন মাস্টারসহ দলীয় নেতাকর্মী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে তিনি রাজার বাজার উচ্চ বিদ্যালয়ে একটি নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করেন।