বানিয়াচঙ্গে শোকসভায় এমপি আব্দুল মজিদ খান
বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে ১৫ আগস্টের নির্মম হত্যাকান্ডের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪ টায় মুরাদপুর বাজারে এ শোকসভা অনুষ্ঠিত হয়। শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য, বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে পিছিয়ে দেওয়া হয়েছিলো। বঙ্গবন্ধুকে হত্যার পর দেশ থেকে আইনের শাসন নির্বাসনে পাঠানো হয়েছিল হত্যার বিচার বন্ধ করার মাধ্যমে। সেই সময় যারা ভেবেছিল বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাবে না তারা ভুল করেছিল। ইনশাআল্লাহ বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে এবং ঘাতকদের ফাঁসিও কার্যকর হয়েছে। বাকীদেরকেও আইনের মাধ্যমে শাস্তি কার্যকর করা হবে।
মুরাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৈয়ব চৌধুরী’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।