বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে হাওর থেকে অবৈধ বেড় জাল আটক করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। সোমবার বানিয়াচং সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক ইফফাত আরা জামান উর্মির নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট উপজেলার বালিখাল নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার মিটার বেড়জাল আটক করেন। যা পরবর্তীতে প্রকাশ্যে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি জানান- মৎস্য সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে আনুমানিক ৩ হাজার মিটার বেড় জাল আটক করে পোড়ানো হয়েছে। পরবর্তীতে কোন জেলেকে এ ধরনের অবৈধ কাজে লিপ্ত পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।