![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2020/08/poem-1.jpg)
আশরাফুল ইসলাম রিয়াদুল
মানুষ দুর্নীতিকে ধরে নিয়েছে সুনীতি,
তাইতো দেশে দুর্নীতি আর দুর্নীতি।
দুর্নীতি নষ্ট করছে মানুষের মুল্যবোধ,
তাইতো দরিদ্ররা করে উৎকন্ঠবোধ।
শিক্ষা ক্ষেত্রে যদি হয় দুর্নীতি,
নষ্ট হবে সুশিক্ষার শিক্ষানীতি।
করিতে দমন দুর্নীতি,
সকলকে ধরতে হবে
প্রতিরোধের কার্যকীর্তি।
করিলে দুর্নীতি দমন,
দেশের হবে উন্নয়ন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com