স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ওয়াল্ড বিডি হিউম্যান হেলপ্ এসোসিয়েশন পক্ষ থেকে করোনা মোকাবেলা ও ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন হবিগঞ্জ-লাখাই-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির।
এসময় আরো ছিলেন হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ সভাপতি নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক উৎপল কুমার রায়, যুবলীগ নেতা মঈন উদ্দীন চৌধুরী সুমন, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন এর সদস্য শফিউল আলম টুটুল, ছাত্রলীগ নেতা কৌশিক আচার্য পায়েল, সমাজ কর্মী সজল ভট্টাচার্য, দীপ্ত রায়, দূর্জয় রায়, সুব্রত দেব শুভ, ইমন দাস, ঝলক গোপ পুলকসহ প্রমুখ। এসময় এমপি আাবু জাহির উপস্থিত সকলকে সরকারের স্বাস্থ্যবিধি মেনে জরুরী কাজ ছাড়া ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com