স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ২০০০ হাজার পরিবারের মঝে ঈদ সামগ্রী উপহার হিসেবে বিতরন করা হয়েছে। বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরীর পারিবারের পক্ষ থেকে এই ঈদ সামগ্রী বিতরন করা হয়। এসব উপহারকৃত ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে ময়দা,চিনি,সেমাই.নুডুলস,চাল,তেল,লবন আলুও পিয়াজ। গতকাল শনিবার দুপুর ২টার সময় বানিয়াচং উপজেলা পরিষদ চত্বরে সামাজিক দুরত্ব মেনে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন খন্দকার, বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, জনাব আলী ডিগ্রী কলেজের সাবেক ভিপি শাহনেওয়াজ ফুল প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com