নবীগঞ্জ প্রতিনিধি :  করোনা ভাইরাসের প্রভাবে স্থবির জনজীবনে কর্মহীন হয়ে মানবেতর দিন কাটাচ্ছেন বহু মানুষ। সংসার কিভাবে চলবে এই চিন্তায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের লোকজনের। এই সংকটে মানবিক দিক বিবেচনা করে দুটি বাসার ভাড়া মওকুফ করলেন যুক্তরাজ্য প্রবাসী হাজী আল হেলাল।
যুক্তরাজ্য প্রবাসী হাজী আল হেলাল উদ্দিন নবীগঞ্জ পৌরসভা ১নং ওয়ার্ডের কলেজ রোডে অবস্থিত আল হেলাল কমিউনিটি সেন্টারের নিচ তলায় ও উপর তলায় মিলে ৮টি পরিবারের এবং নবীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের রুদ্রগ্রাম রোডে অবস্থিত শিবপাশার জাকারিয়া কটেজের ৩টি পরিবারের (এপ্রিল) মাসের ভাড়া মওকুফ করেছেন।
এ ব্যাপারে হাজী আল-হেলাল উদ্দিনের মামাতো ভাই মিজানুর রহমান মিজান জানান, করোনা পরিস্থিতিতে গরীব পরিবারের জন্য ত্রাণ রয়েছে। তারা বিভিন্ন দিক থেকে সহায়তা পাচ্ছে কিন্তু মধ্যবিত্ত অনেক পরিবারের এ সুযোগ নেই। তারা কারো কাছে হাত ও পাততে পারে না। তাই আমাদের দুটি বাসার ১১টি ভাড়াটিয়া পরিবারের বাসা ভাড়া মওকুফ করা হয়েছে।