নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ১৩নং পানিউমদা ইউনিয়নের ইমামবাওয়ানী চা বাগানের ৫শ’ শ্রমিকের জন্য ৫ মেট্রিক টন চাল বিশেষ ভাবে বরাদ্দ দেয়া হয়েছে। এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইজাজুর রহমান জানান, এ দু’টি বাগানের শ্রমিকরা করোনা ভাইরাসের কারণে মানবেতর জীবন যাপন করছেন। এর মধ্যে তারা নিয়মিত ভাবে তাদের সাপ্তাহিক মজুরিও পাচ্ছেন না। এ খবর জানতে পেরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ থেকে এই চালের ব্যবস্থা করেন। ইতোমধ্যেই নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের উপস্থিতিতে ২৫০ শ্রমিকের মাঝে চাল বিতরণ করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে বাকীদের মাঝেও চাল বিতরণ করা হবে। এছাড়া ইউনিয়নের প্রায় ১২০০ হতদরিদ্রের মাঝে সরকারি ত্রাণ হিসেবে চাল, আলু, তেল কয়েক ধাপে বিতরণ করা হয়েছে। তিনি আরো জানান, প্রথম পর্যায়ে ইউনিয়নের হতদরিদ্র পরিবারের ৭৫ জন শিশুর মধ্যে দুধ বিতরণ করা হচ্ছে।