স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের বিদ্যাভূষনপাড়ায় এক প্রভাবশালীর বিরুদ্ধে সরকারি পুকুর দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে স্থানীয় এলাকাবাসীরা বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ করেছেন। ফুল মিয়া ও মুকুল বর্ধনসহ এলাকার শতাধিক লোকজন এ অভিযোগ করেন। লিখিত অভিযোগসহ এলাকাবাসী সূত্রে জানায়, বিদ্যাভূষন এলাকার আমিরখানী মৌজার জে এল নং ১৪৪, খতিয়ান নং-১, এক একর (২১) শতক জায়গার একটি পুকুর দীর্ঘদিন ধরে এলাকাবাসীরা ও পুকুরের ৪ পাড়ের লোকজন মৎস্য সমিতির নামে লিজ নিয়ে পুকুরটি মাছ চাষ করে আসছেন। ইদানিং পুকুরের পূর্ব পাড়ের ময়না মিয়ার পুকুরটি কুনজর পড়ে। এক পর্যায়ে সে তফসিলদার মুজিবুর রহমানের সহযোগিতায় পুকুরের ভিতরে মাটি ফেলার কাজ শুরু করলে এলাকার লোকজনসহ পুকুরের ৪ পাড়ের বাসিন্দারা এসে বাধা প্রদান করেন এবং এলাকাবাসী এ ব্যাপারে উপজেলা সহকারি কর্মকর্তা (ভূমি) কাছে লিখিত অভিযোগ দেন। এ প্রেক্ষিতে সহকারি কর্মকর্তা ভূমি ঘটনাস্থল পরিদর্শন করে মাটি ভরাট কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এ সময় তিনি জানান, সরকারি জায়গা দখল মুক্ত করা হবে। কেউ সরকারি জায়তা দখলে রাখতে পারবে না। এলাকাবাসীরা জানান, সরকারি জায়গা ময়না মিয়া, নূরুল হক মিয়া, মুশফিক মিয়া বাড়ির দাগ নং-(৯৭-৫৯৬)। কিন্তু ময়না মিয়া গং অবৈধ ভাবে সরকারি পুকুরের জায়গা ভিতরে প্রস্থে ৩৫ হাত দৈঘ্যে ১২০ হাত জায়গা দখলে নিয়ে গাউড ওয়াল মিয়া মাটি ভরাট কাজ শুরু করে। এ সময় পুকুরের ৪ পাড়ের মানুষ ঘটনাস্থলে এসে বাধা দেন। এতে ময়না মিয়া ও তার ভাইয়েরা ক্ষিপ্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে এলাকাবাসীর উপর হামলা করে। এ সময় এ নিয়ে উভয় পক্ষ পক্ষের মাঝে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে এলাকাবাসী ৫/৬ নং ভূমি অফিসের তফসিলদার মজিবুর রহমানসহ প্রশাসনকে এ বিষয়টি অবগত করেন। এ সময় পুলিশসহ উপজেলা প্রশাসন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ সময় উপজেলা সরকারি কর্মকর্তা (ভূমি) এর নির্দেশে ঘটনাস্থলে তফসিলদার মুজিবুর রহমান তদন্ত করে ময়না মিয়ার অবৈধ দখলের বিষয়টি নিশ্চিত হন এবং ময়না মিয়াকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। উপজেলা সহকারি কমিশনার ভূমি’র কাজ বন্ধ রাখার নির্দেশনা থাকলেও তফসিলদার মুজিবুর রহমান ও ৫/৬ নং ভূমি অফিসসহকারী সোহেল মিয়াকে উৎকোচ দিয়ে ম্যানেজ করে ময়না মিয়া গং সরকারি পুকুরে কাজ শুরু করে। এ নিয়ে এলাকায় আবারও উত্তেজনা চলছে। এলাকাবাসী এ ব্যাপারে বানিয়াচং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।