জামাল মোঃ আবু নাছের ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাশিমপুর পুলিশ ফাঁড়ির শাহিন মিয়া নামের এক সহকারী উপ পরিদর্শকের নিজের ব্যবহৃত পিস্তল থেকে গুলি বের হয়ে গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর স্কলের খেলা মাঠ এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয় সুত্র জানায়, বুধবার দুপুরে গোবিন্দপুর স্কুলের মাঠে অর্ধশত এলাকার যুবক ক্রিকেট খেলছিল। এলাকা থেকে এমন অভিযোগ পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই শাহিন মিয়া সংগীয় ফোর্স নিয়ে খেলার মাঠে যান। সেখানে গিয়ে করোনা প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখতে খেলা বন্ধের কথা বলেন। এসময় কতিপয় ব্যক্তি পুলিশের সাথে তর্কে জড়ায়। পরে এএসআই শাহীন চলে আসার পথে একদল যুবক পুলিশকে ধাওয়া করে। এসময় অসাবধানতা বসত এএসআই শাহীনের সাথে থাকা পিস্তল থেকে একটি গুলি বের হয়ে যায়। এতে তিনি বাম পায়ে আঘাতপ্রাপ্ত হন। পরে এএসআই শাহীনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
স্বাস্থ্য কর্মকর্তা এএইচএম ঈসতাক মানুন বলেন, আঘাতপ্রাপ্ত এএসআই শাহীনকে চিকিৎসা দেয়া হয়েছে। তিনি এখন শংকামুক্ত। খবর পেয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন, পরিদর্শক তদন্ত গোলাম দস্তগীর দ্রুত হাসপাতালে যান ও চিকিৎসার খবর নেন। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেনের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি আহত হওয়ার বিষয়টি স্বীকার করেন।
পুলিশের একটি সুত্র জানান, পিস্তল থেকে বের হওয়া গুলিটি কোন জায়গায় বাধাগ্রস্থ হয়েছে। যেকারণে এএস আই শাহীন, কম আঘাত পেয়েছে। তবে অনেক রক্তকরণ হয়েছে। গুলির খোসা পিস্তলের ভিতরে আটকে ছিল।
অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বলেন, আমি একটি মামলার তদন্তে মাধবপুর ছিলাম। এএস আই শাহীন আহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে তার অবস্থা, চিকিৎসার খবর নিতে এসেছি। তবে সে এখন
শংকা মুক্ত। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে মাধবপুর থানার পরির্দক তদন্ত গোলাম দস্তগীর জানান, সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিন, ওসিসহ আমরা ঘটনাস্থলে আসি। প্রযোজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।