মাধবপুর প্রতিনিধি ॥ ক্যামেরায় নারীর গোসলের দৃশ্য ধারন করার প্রতিবাদ করায় এক হিন্দু বাড়িতে হামলা করা হয়েছে। এতে বাড়ি ঘর ভাংচুরসহ ৯ ব্যক্তি আহত হয়েছে। হত্যার উদ্দেশ্যে পুকুরে ছুড়ে ফেলে দেওয়া হয় দেড় বছরের এক শিশু সন্তানকে। এ নারকীয় ঘটনাটি ঘটেছে মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের মনিপুর গ্রামে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা, রবিবার দুপুরে ওই গ্রামের হিন্দুপাড়ার একটি পুকুরে কয়েকজন নারী গোসল করে। আর পুকুর পাড়ে বসে ডিএসএলর ক্যামেরা দিয়ে গোসলের দৃশ্য ধারণ করেন একই এলাকার অনু মিয়ার ছেলে প্রবাসী হুমায়ূন মিয়া, মৃত শাহজাহান মিয়ার ছেলে শরীফ মিয়া, মৃত সায়েদ মিয়ার ছেলে বায়েজিদ মিয়া, আলাউদ্দিনের ছেলে সাহাবুদ্দিন মিয়া। বিষয়টি আচ করতে পেরে নারীরা তাদের পরিবারের সদস্যদের কাছে অবহিত করে। এ সময় ইন্দু পাড়ার মহাদেব সরকারের ছেলে বিমল সরকার কয়েকজন লোক নিয়ে পুকুরে পড়ে বসা হুমায়ুনের কাছ থেকে ক্যামেরা আটকের চেষ্টা চালায়। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে হুমায়ূন বাড়িতে গিয়ে দেশীয় অস্ত্র সহ ৩০ থেকে ৩৫ জন লোক নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। ভাংচুর করে বাড়িঘর। তাদের হামলায় আহত হয়েছে নয় ব্যক্তি। গুরুতর আহত চারজনকে মাধবপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেন। ইন্দুপাড়ার বাবুল সরকার ও অবিনাশ সরকার জানান এ সময় হামলাকারীরা বিমল সরকারের দেড় বছরের একটি শিশু বাচ্চাকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে পুকুরে ছুড়ে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে নারীদের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হবে।