![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2020/04/Suruj_Dr-Lukman.jpg)
এসএম সুরুজ আলী ॥ করোনা ভাইরাস প্রতিরোধে হবিগঞ্জের আজমিরীগঞ্জের হাওর অঞ্চলের দরিদ্র জনগোষ্টির মাঝে উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছাঃ হেনা বেগম ও তার ডাঃ লোকমান মিয়া নিজ তহবিল থেকে খাদ্য সামগ্রীয় বিতরণ করছেন। আজ সকালে তারা সৌলরী, গ্রামের ৩ শতাধিক দরিদ্র অসহায় লোকজনদের মাঝে খাদ্য সামগ্রীয় বিতরণ করেন। খাদ্য সামগ্রী চাল, ডাল, আলু ও সোয়াবিন তৈল বিতরণ করা হয়। এছাড়াও ডাঃ লোকমান চিকিৎসা সেবাও প্রদান করছেন। এ সময় উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেনা বেগম, ডাঃ লোকমান মিয়া, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, বর্তমান সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী, আজমিরীগঞ্জ প্রেসক্লাব সভাপতি স্বপন বণিক, সাংবাদিক আমির হামজা, মিল্লাদ মাহমুদসহ এলাকার মুরুব্বীয়ান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। ত্রান বিতরণকালে তারা বলেন-দেশের এই দুর্যোগ মহুর্তে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান।