![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2020/04/harunur-rashid-Chowdhury_20200401_114614.jpg)
স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারাদেশ কার্যত প্রায় অচল হয়ে পড়ায় বিপাকে পড়েছেন নি¤œ আয়ের দিনমজুরেরা। এ অবস্থায় ৫ শতাধিক অসহায়ের পাশে দাঁড়িয়েছে হবিগঞ্জ জেলা ছাত্রলীগ। সংগঠনির পক্ষ থেকে বুধবার (১ এপ্রিল) দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ৫ শতাধিক কর্মহীনদের হাতে তুলে দেয়া হয় চাল, ডাল, ভোজ্য তেল ও সাবান। এসব সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক জানান, হবিগঞ্জ শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় কর্মহীনদের খুঁজে বের করেছেন ছাত্রলীগের কর্মীরা। ৫ শতাধিক লোকের মধ্যে কার্ড বিতরণের মাধ্যমে তারা এই খাদ্য সামাগ্রী তুলে দিয়েছেন।
এমপি আবু জাহির বলেন, বিশ^ব্যাপি ছড়িয়ে পড়া করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে ঘরে থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা কর্মহীনদের হাতে খাবার পৌঁছে দিচ্ছি। এই ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে। এছাড়া আওয়ামী লীগ ছাত্রলীগসহ সহযোগী সংগঠনগুলো সব সময় সাধারণ মানুষদের পাশে থাকবে। এ সময় করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সরকারি বিভিন্ন নির্দেশনার কথা তুলে ধরেন এমপি আবু জাহির।