সুমন আহমেদ বিজয় লাখাই থেকে ॥ সারাদেশে করোনা ভাইরাসের কারনে শহর ও গ্রামে কর্মজীবী মানুষ গুলো কর্মহীন অবস্থায় আছে হাজার হাজার ক্ষতিগ্রস্ত গরীব অসহায় ও দিনমজুর মানুষ। বাঙ্গালী জাতির মুক্তির দিশারী, দুর্যোগকালীন সময়ের বিশস্ত অগ্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মতে এবং গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ কর্মসূচি -১ এর মাননীয় সিনিয়র সচিব মোঃ শাহ কামাল সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে অগ্রাধিকার তালিকা তৈরি করে যে মানুষ গুলো কর্মহীন তাদের মাঝে ত্রাণ বিতরণ করার জন্য।
সবার মনে একটা প্রশ্ন আসতে পারে কর্মহীন মানুষ গুলো কারা??
সিনিয়র সচিব মোঃ শাহ কামাল স্বাক্ষরিত প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কর্মহীন মানুষ গুলো হল ভিক্ষুক, ভবঘুরে, দিন মজুর, রিক্সাচালক, ভ্যান গাড়ী চালক, পরিবহন শ্রমিক, রেষ্টুরেন্ট শ্রমিক, ফেরীওয়ালা ও চায়ের দোকানদার। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে নির্দেশনা আছে যে যারা দৈনিক আয়ের ভিত্তিতে সংসার চালায় তাদের তালিকা প্রস্তুত করে খাদ্য সহায়তা প্রদান করার জন্য। বিজ্ঞপ্তিতে আর বলা হয়েছে যে মানুষ কর্মহীন হয়ে খাদ্য সমস্যায় আছে তাদের তালিকা প্রস্তুত করে খাদ্য সহায়তা প্রদান করতে হবে। স্থানীয় পর্যায়ে বিত্তশালী ব্যক্তি, সংগঠন, এনজিও কোন খাদ্য সহায়তায় প্রদান করলে জেলা প্রশাসকগণ প্রস্তুতকৃত তালিকার সাথে সমন্বয় করবেন যাতে দ্বৈততা পরিহার করা যায় এবং কোন উপকারভোগী বাদ না পড়ে। বিজ্ঞপ্তিতে নির্দেশিত যে কর্মজীবী মানুষ গুলো কর্মহীন অবস্থায় আছে তাদের তালিকা কে করবেন এমন প্রশ্ন সবার মনে। কর্মহীন মানুষের তালিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বার করবেন না কি উপজেলা প্রশাসন করবেন তা নিয়ে দুশ্চিন্তায় আছেন ভুক্তভোগী কর্মহীন মানুষগুলো।